হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান করা হয়েছে।
আজ ০৬ মে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা’র নেতৃত্বে এ অভিযানে ০৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৯,০০০ (উনিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ বাজারের তিনটি রেস্টুরেন্ট ও মিষ্টি ঘরের রান্নাঘর থেকে হাইড্রোজ, এমোনিয়া পাওয়া গেছে । এছাড়াও এই তিনটি রেস্টুরেন্ট ও মিস্টি ঘরে প্রতিটি মিস্টির প্যাকেটের ওজন ২৯০ গ্রাম পযন্ত পাওয়া যায় । এসব অপরাধে তারিন মিষ্টি ঘরকে ৬,০০০/-, শান্তিবাগ হোটেলকে ৫,০০০/-, তৃপ্তি স্ন্যাকস এন্ড সুইটস কে ৫,০০০/- জরিমানা করা হয়।
এ সময় চঞ্চল মিয়া নামে এক তরমুজ বিক্রেতাকে ৩,০০০/- জরিমানা করা হয়েছে । প্রতি পিস তরমুজ ৭০ টাকা দরে কিনে ১৫০ টাকায় বিক্রি করার অপরাধে এ জরিমানা করা হয় ।
অভিযান চলাকালে জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয় । অভিযানকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা সেনিটারী ইন্সপেক্টর, নবীগঞ্জ জনাব নূরে আলম সিদ্দিকী ও নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।