নারী উদ্যোক্তাদের মাঝে নারী উদ্যোক্তা ও নারীদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে
গ্রামীন রক্ষনাবেক্ষন অবকাঠামো ” টি আর” থেকে হবিগন্জ সদর উপজেলার নারী সংগঠনকে নগদ অর্থ প্রদান করেন।
আজ (২৯জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ থেকে এসময় (আমরা একটি পরিবার ১৮৪১)এর হাতে এই নগদ টাকা হস্তান্তর করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।
নগদ টাকা হস্তান্তরকালে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকার নারীদের উন্নয়নের জন্য নানাবিধ পরিকল্পনা গ্রহন করেছেন। তারই অংশ হিসেবে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নারীদেরকে স্বাবলম্বী করে তুলার জন্য সব সময় পাশে আছে।
এসময় তিনি আরো বলেন, ভবিষ্যতেও আমি নারীদের উন্নয়নের জন্য উপজেলা পরিষদ এবং আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদান করব।