মোরশেদ আলম ঃ হবিগঞ্জ সিলেট বিরতিহীন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বেশ কয়েকজন আহত হন, আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
আজ শনিবার ২৮ আগস্ট দুপুর দেড় ঘঠিকার সিলেট থেকে হবিগঞ্জ এর উদ্দেশ্যে আসা হবিগঞ্জ-সিলেট বিরতিহীনের একটি বাস এদূর্ঘটনার শিকার হয়।
প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর টোলবক্স নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়, এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
দূর্ঘটনায় গাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়।