হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশায় মাহবুব মিয়ার সমর্থনে উঠান বৈঠকে জনতার ঢল নামে। সভায় বড়ইউড়ি গ্রামের ২ সহস্রাধিক জণগন সতঃস্ফূর্তভাবে মাহবুব মিয়াকে একক প্রার্থীতা ঘোষনা দিয়ে আওয়ামীলীগের সমর্থন কামনা করেছেন।
বৃহস্পতিবার (৭অক্টোবর) রাত ৯ ঘটিকায় প্রার্থীর নিজ বাড়িতে স্থানীয় মুরুব্বী ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জমির বক্সের সভাপতিত্বে এক বিশাল উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়া এলাকাবাসীর উদ্দেশ্যে শুরুতেই বলেন, আমি আপনাদের ছেলে। আপনাদের চোখের সামনেই বেড়ে উঠেছি। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আওয়ামীলীগ নেতৃবৃন্দ আমাকে অত্র ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী হিসেবে বিবেচনা করবেন। দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে অত্র এলাকার একক প্রার্থী হিসেবে আপনাদের বিজয় উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার আবু ছালেক, বিজিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, বর্তমান ইউপি মেম্বার মহিদ মিয়া, মনিরুজ্জামান মনু, সর্দার কবির আহমেদ কিরন, সর্দার অনুমিয়া, সর্দার ইউনুছ মিয়া, সর্দার মোতাব্বির হোসেন শাহ, স্থানীয় মুরুব্বি নুর মিয়া, তারামিয়া চৌধুরী, সর্দার সোবাহান মিয়া, সাবেক মেম্বার মনোহর চৌধুরী, আব্দুর রউফ, সাবেক মেম্বার আব্দুল মজিদ চৌধুরী ও শের আহমদ চৌধুরী প্রমূখ।