হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চুরি হওয়া ১০ টি কাঠের খুঁটি শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে সুতাং বাজারে করাত কল থেকে উদ্ধার করেছে ।
জানা যায় , বুধবার রাত ৯ টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শায়েস্তাগঞ্জ সদর দপ্তর কর্মকর্তা গোপন সংবাদ পেয়ে থানার একদল পুলিশ নিয়ে উপজেলার সুতাং বাজার আমজাদ আলী করাত কলে পল্লী বিদ্যুতের কাঠের খুঁটি ছিড়া অবস্থায় হাতে নাতে ধরে ফেলে ।
এ সময় করাত কল অভিযান চালিয়ে সর্ব মোট ১০ টি কাঠের খুঁটি উদ্ধার করে ।
সূত্রে আরো জানা যায় , নুরপুর ইউনিয়নে বাসিন্দা ও প্রভাবশালী মোঃ আজমান আলী ও আসাদ মিয়া যোগসাজশে দীর্ঘ দিন ধরে শায়েস্তাগঞ্জ উপজেলা পার্শ বর্তী বনাঅণচল , ছায়া বৃক্ষ উজাড় এবং ট্রান্সফরমার , বৈদ্যুতিক কাঠের খুঁটি রাতের আধারে চুরি করে নিয়ে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত কাঠের খুঁটি গুলো ছিড়াই করে দূর দুরান্ত ফার্ণিচার দোকানে বা কাঠ ব্যবসায়ী কাছে বিক্রি করে যাচ্ছে ওই চক্রটি ।
পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তারা বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) উক্ত চক্রটি বিরুদ্ধে মামলা দায় করেন । শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান , উদ্ধারকৃত পল্লী বিদ্যুতের কাঠের খুঁটি গুলো থানায় রাখা হয়েছে । তদন্ত চলছে, উক্ত চক্রটি বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।