খুলনার কয়রায় ক্ষতিগ্রস্ত বাঁধের পাশে পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ২০০৯ সালের এ দিন আইলার আঘাতে লণ্ডভণ্ড হয় উপকূলীয় অঞ্চল। আইলায় কয়রার বাঁধ ভেঙে যায়। কিন্তু ১১ বছরেও তা নির্মিত হয়নি।
এরমধ্যে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দ্বিতীয়বারের মতো তছনছ হয় বাঁধটি। আইলার আঘাতের সেই দিবসেই এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। ২ নম্বর কয়রা এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধের পাশের পানির মধ্যে দাঁড়িয়েই কয়রাবাসী ঈদের নামাজ আদায় করেন।
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নামাজ শেষে সেমাই খেয়ে স্বেচ্ছাশ্রমে ঈদের দিন বাঁধ মেরামতের উৎসব পালন করছেন বলে জানিয়েছেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা। এতে ৪ থেকে ৫ হাজার গ্রামবাসী অংশ নেন বলে জানান তিনি।