আজমিরীগঞ্জের পাহাড়পুরে ২২ লিটার চোলাইমদ ও একটি ইঞ্জিনের নৌকা সহ বানিয়াংয়ের ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, বানিয়াংয়ের পাকশী গ্রামের বাসিন্দা মোঃ দুলাল মিয়ার পুত্র মোঃ কাউছার (২৪) মৃত- আব্দুল কুদ্দুছ এর পুত্র ওয়াহিদ মিয়া (৩৬) ও লেদু মিয়ার পুত্র সুমন মিয়া (১৭) গতকাল বুধবার বানিয়াচং থেকে চোলাইমদ আজমিরীগঞ্জের বদলপুরের পাহাড়পুর বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। একই দিন বিকাল আনুমানিক ৫ টায় পাহাড়পুরের সুইচগেইট সংলগ্ন এলাকায় পৌঁছলে, গোপনসূত্রে খবর পেয়ে থানার এস,আই জয়ন্ত কুমার তালুকদার ও এ,এস,আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি পুলিশের টিম ইঞ্জিন চালিত নৌকাটি আটক করে।
পুলিশ তাদের নিকট থেকে ২২ লিটার চোলাইমদ উদ্ধার করে। ২২ লিটার চোলাইমদ, ইঞ্জিনের নৌকা সহ ৩ পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।