তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর – বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে হবিগঞ্জের সদর উপজেলার ঐতিহ্যবাহী পইল উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল স্মার্ট ক্যাম্পাস শুভ উদ্বোধন করা হয়েছে ।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় পইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর সভাপতিত্বে বিদ্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীর অভিভাবকদের উপস্থিতিতে ডিজিটাল স্মার্ট ক্যাম্পাস শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি প্রতিষ্ঠান এডুমেনের সৈয়দ নাহিবুর রহমান নাহিদ , রূপন চক্র বর্তী ।
প্রধান অতিথি আরিফ বলেন , বিদ্যালয়ে ডিজিটাল স্মার্ট ক্যাম্পাস হওয়ায় শিক্ষার্থীরা এখন থেকে ঘরে বসে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের যাবতীয় ফি পরিশোধ করতে পারবে । তবে ডিজিটাল হাজিরা মাধ্যমে খুব সহজে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির তথ্য শিক্ষক ও অভিভাবকগণ মোবাইলের মাধ্যমে দেখতে পারবে।
তিনি আরো বলেন , এই রূপকল্প ২০৪১ বাস্তবায়নে জন্য দরকার স্মার্ট সিটিজেন আর স্মার্ট ভাবে শিক্ষা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে।