জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

প্রকাশ হলো ড. আশরাফ উদ্দিন আহমেদ-এর গ্রন্থ ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন’

‘ভূর্জপত্র’ থেকে প্রকাশ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক খ্যাতিমান শিক্ষক, গবেষক, লেখক, মাধবপুরের কৃতি সন্তান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন আহমেদ-এর গ্রন্থ ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও সমসাময়িক বিশ্ব’।

১৪০ পৃষ্ঠার এই গ্রন্থটি লেখকের তিন যুগেরও বেশি সময় ধরে পরিবেশ ও জলবায়ু বিষয়ক চিন্তাভাবনার ফসল। বাংলাদেশ তথা বিশ্বের পরিবেশ ও জলবায়ু সম্পর্কে যাদের জানতে, গবেষণা করতে আগ্রহ আছে এই বইটি তাদের জন্য এক অকাট্য দলিল।

সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা এই গ্রন্থটি লেখক তথ্য উপাত্ত এবং পরিসংখ্যান দিয়ে বুঝাতে সক্ষম হয়েছেন যে আমাদের চারপাশের পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনেও রয়েছে বিশ্ব রাজনীতি। লেখক এই রাজনীতির কবল থেকে বিশ্বকে কিভাবে পরিবেশদূষণমুক্ত করা যায় তারও পথ দেখিয়েছেন সুস্পষ্টভাবে । গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর।