জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ফিলিস্তিদের উপর নির্বিচারে হামলার প্রতিবাদে জাকের পার্টির মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় নিরপরাধ নারী, পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধদের উপর নির্বিচারে হামলার প্রতিবাদ ও অনতিবিলম্বে গণহত্যা বন্ধের দাবিতে হবিগঞ্জ জেলা জাকের পার্টি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ জুম্মা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় জাকের পার্টির সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ আবুল খায়ের বাবলুর সভাপতিত্বে এবং জাকির পার্টির সাংস্কৃতিক ফন্টের জেলা সভাপতি সেলিম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাকের পার্টির হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা ছাত্রফন্টের সভাপতি মোঃ শাকিল, চুনারুঘাট উপজেলা জাকের পার্টির সভাপতি জুয়েল মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা জাকের পার্টির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক শামীম মিয়া, মাধবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি হাসান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, প্রমুখ।

সভায় বক্তারা বলেন-অবিলম্বে ওই গণহত্যা বন্ধ না করা হলে সারা বিশ্বের মুসলমানরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহন করবে।