জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

‘ফুলকুঁড়ি আসর’ এর সুবর্ণজয়ন্তী উদযাপন

জাতীয় শিশু-কিশোর সংগঠন  ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত সুবর্ণজয়ন্তী শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শাখার সহকারী পরিচালক মোঃ রাকিব হাসান নয়নের ব্যবস্থাপনায় ও শাখার অফিস সম্পাদক জীবন আহমেদ এর সঞ্চালনায় এবং উপদেষ্টা কোষাধ্যক্ষ আবুল ফজল  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ জাহিদুর রহমান ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কিশোর থিয়েটার পরিচালক মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ।

 

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দি রোজেস কালেক্টর স্কুলের অধ্যক্ষ মো : শফিকুল ইসলাম রাইটওয়ে কে জি স্কুল এন্ড হাইস্কুলের অধ্যক্ষ আফজাল আহমেদ সামি ফুলকুঁড়ি আসর হবিগঞ্জের সাবেক পরিচালক শেখ নাইমুর রহমান । অর্ধদিনব্যাপী এ আয়োজন বিকাল ৩.০০ ঘটিকায় শুরু হয়ে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সন্ধ্যা ৭.০০ ঘটিকায় শেষ হয়।

হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তিন শতাধিক  শিশুকিশোর, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আয়োজিত এ উৎসব মুখর ছিলো নানা আয়োজনে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে শাখা কর্তৃক আয়োজিত  চিত্রাংকন প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা , চিঠি লেখা প্রতিযোগিতা, বিজ্ঞানমেলা, মাইন্ড ম্যারাথন, দেয়ালিকা উৎসব, ৫০টিসি প্রতিযোগিতা, বৃক্ষরোপণ প্রতিযোগিতাসহ ভিন্ন ভিন্ন ১০টি প্রতিযোগিতায় শতাধিক পুরস্কার প্রদান করা হয়। আগত অতিথিরা ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং ফুলকুঁড়ি আসরের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

 

উক্ত অনুষ্ঠান গান, আবৃত্তি ও কোরিওগ্রাফি পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।