জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বঙ্গবন্ধুর খুনীদেরকে পুনর্বাসন করেছেন জিয়াউর রহমান – এমপি আবু জাহির

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জিয়াউর রহমান পঁচাত্তরে বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিক পুনর্বাসন ও পৃষ্ঠপোষকতা করেছেন।

ঠিক একই পন্থায় তার এজেন্ডা বাস্তবায়নে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়ে এর পূর্ণতা দিয়েছেন। আজ যারা খালেদা জিয়াকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করতে চায়, বুঝতে হবে তারা পাকিস্তানি ভাবধারার ধারক-বাহক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় জেলা কৃষক লীগের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

এমপি আবু জাহির আরও বলেন, দেশি-বিদেশি চক্রান্তের শিকার হয়ে বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা। তিনি বিশ্বের যেখানেই যেতেন সেই দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানাতেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশিত পথেই এগিয়ে যাবে দেশ।

হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনুর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবীদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। হবিগঞ্জ জেলা কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে শোকের মাস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে জেলা কৃষক লীগ।