জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আজমিরিগঞ্জে সেলাই মেশিন বিতরণ

“সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজমিরীগঞ্জ উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (৮আগস্ট) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্দোগে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার,সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম৷

অনুষ্ঠানে ৭ জন দুস্হ ও অসহায় মহিলার মাঝে বিনামূল্যে সেলাইমেশিন বিতরণ করা হয়৷

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের নাম জড়িত। প্রতিটি মুক্তিসংগ্রামের আন্দোলন তিনি অবদান রেখেছেন, নারীদের উন্নয়নের জন্য তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে নারীদের সংগঠিত করেছেন।