জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

“বরুণা মাদরাসায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত”

শ্রীমঙ্গল থেকে মিসবাহ উদ্দিন যোবায়েরঃ ভাষা দিবসের মাসে আন্তর্জাতিক সেবা সংস্থা আল-খলিল এডুকেশন এন্ড কালচ্যারাল সেন্টার উইকের অর্থায়নে ও মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বুধবার সকাল দশটায় বরুণা মাদরাসার মাঠে চক্ষু ক্যাম্পটি উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি এন এসবির সার্জন ডা. আব্দুল মান্নান,ডা. অন্জন দেব,ডা. তানিয়া,ডা.আব্দুল বাতেন,ডা. আব্দুশ শাকুর,আল-খলিল উইরোপের ট্রাস্টি ট্রেজারার মাওলানা আতিকুর রহমান, জনপ্রিয় টিভি ‘চ্যানেল S’ এর নিউজ অব হেড জনাব খালেদ চৌধুরী, আল-খলীল’র ভাইস চেয়ারম্যান মাওলানা সাইফুর রহমান,

আল- খলীল মিডিয়া সম্পাদক মো:মিসবাহ উদ্দিন জুবায়ের,প্রকাশনা সম্পাদক মন্জুর আশরাফি। আল-খলীল এডুকেশন এন্ড কালচ্যারাল সেন্টার উইকের ক্যাম্প ইনচার্জ জনাব আব্দুল বাসিত আরিফ জানান,চোখের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বি এন এসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার সকাল ৯টা থেকে দিনব্যাপী বিনামূল্যে ৮শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করেন।

এবং বাছাইকৃত অর্ধ শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের মৌলভীবাজার বি এন এসবি চক্ষু হাসপাতালে অপারেশন ও লেন্স স্থাপনের কাজ করা হবে।