বাংলাদেশ প্রেসক্লাব রেজিঃ ৯৮৭৩৬/১২ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
আজ বুধবার (২৮শে জুলাই) ২০২১ ইং দুপুর ১২ ঘঠিকায় হবিগঞ্জ পুরাতন পৌরসভা রোড়ের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে লাখাই উপজেলা শাখার আহবায়ক মহিউদ্দিন আহমেদ রিপন কে কমিটির অনুমোদন কপি প্রদান করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান খান, যুগ্ম আহবায়ক মীর দুলাল, সদস্য সচিব এম এ হান্নান, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব লাখাই উপজেলা কমিটির আহবায়ক মোঃ মহিউদ্দিন আহমেদ রিপন, হবিগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক বিদ্যুৎ ভুষন রায় প্রমুখ।
আহবায়ক মহিউদ্দিন আহমেদ রিপনকে আগামী এক মাসের মধ্যে লাখাই উপজেলা শাখায় ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদন নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।