সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে সরকারী গনমাধ্যম বাংলাদেশ বেতার এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক শরিফ চৌধুরী৷ বাংলাদেশ বেতার এর উপ-মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের গত ১১ ফেব্রুয়ারী তাকে নিয়োগ প্রদান করেন৷ গতকাল বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারী) বাংলাদেশ বেতার এর সিলেট কেন্দ্রের বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকারের কাছ থেকে নিয়োগ পত্রটি গ্রহন করেন শরিফ চৌধুরী৷
সাংবাদিক শরিফ চৌধুরী দৈনিক মানবকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন৷ একইসাথে তিনি বিগত সরকারের সময়ে বন্ধ করা জনপ্রিয় টেলিভিশন ইসলামিক টিভিরও জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন৷ তিনি হবিগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ এর সম্পাদক৷ পেশাগত দায়িত্বের পাশাপাশি শরিফ চৌধুরী সাংগঠনিক ভাবে বিগত দিনে হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন৷ এছাড়াও তিনি হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা সাংবাদিক ফোরামেরও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷
বাংলাদেশ বেতার এর নবনিযুক্ত জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী পেশাগত দায়িত্ব পালনে প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজসহ সকলের সহযোগীতা কামনা করেছেন৷