জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬জুন (বুধবার)সকাল সাড়ে ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি ও আশরাফ হোসেন খান সুমন,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,আহাদ মিয়া, পল্লীবিদ্যুতের ডিজিএম আব্দুল্লা আল মাসুদ,

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়াসহ স্হানীয় সংবাদকর্মীগন,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আধিবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্মৃতি চ্যাটার্জি কাজল,যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, ইমাম সমিতির সভাপতি কাজী আতাউর রহমান,ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আনোয়ার হোসেন,মঞ্জু কুমার দাশ, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসুদ কোরাইশী মক্কী,হাফেজ মোঃশামরুল ইসলাম,জয় কুমার দাশ, সাদিকুর রহমান, নাসিরুদ্দিন চৌধুরী প্রমুখ। এছাড়া আইন-শৃঙ্খলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃইকবাল হোসেন খান বলেছেন, বানিয়াচং- হবিগঞ্জ ও বানিয়াচং-নবীগঞ্জ সড়কে সিএনজি ড্রাইভারদের বিভিন্ন অনিয়মের বিষয়ে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে সিএিনজি ও টমটম মিশুকের মালিক সমিতির নেতৃবেৃন্দর সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

তিনি বানিয়াচংকে,দাঙ্গা,মাদক, চুরি, ডাকাতিসহ সকল প্রকার অপরাধ মুক্ত রাখতে জনপ্রতিনিধিদের দলমতের উর্ধে থেকে কাজ করার আহবান জানিয়েছেন।

এছাড়াও সকলে মিলেমিশে বানিয়াচংয়ের উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আসুন আমরা সকল ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি।

তাহলেই বানিয়াচং কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো।

সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেছেন, শীগ্রই বিআরটিএর লোকজনকে সাথে নিয়ে প্রতিটি সড়কে কাগজপত্র বিহীন সিএনজি ও ড্রাইভারদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনকরা হবে। এছাড়া বর্ষামৌসুমে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু রোধে গ্রামাঞ্চলে নৌকার উপড়ে বাঁশদিয়ে সামিয়ানা না টানানোর নির্দেশানা প্রদানের পাশাপাশি মাদক ও সকল প্রকার অপরাধ রোধে সার্বক্ষনিক মোবাইলে তথ্য দেয়ার আহবান জানান তিনি।