হবিগঞ্জের বানিয়াচংয়ে একদল সন্ত্রাসী হামলায় এক ঔষধ ব্যবসায়ী আহত হয়েছে।
জানা যায় যে,গত ১৭ই আগষ্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগন্জ বাজার কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সদস্য আয়ান ফার্মেসীর মালিক মোহাম্মদ রুকু মিয়ার উপর একদল সন্ত্রাসী জাতুকর্ণ পাড়া গ্রামের আব্দুল রহিমের পুত্র মালিক উস্তার টমটম ড্রাইভার একটি মহিলা রোগী নিয়ে ঔষধ কিনতে আসে।
এসময় ওই ফার্মেসীতে রোগীদের ভিড় থাকলে ঔষধ দিতে দেরী হওয়ায় উস্তার মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে।এসময় মুতি মিয়ার পুত্র সেলু মিয়া একটি দেশীয় অস্ত্র দিয়ে মোহাম্মদ রুকু মিয়ার উপর হামলা করে গুরুতর জখম করে।এতে গুরুতর আহতাবস্থায় রুকু মিয়াকে বানিয়াচং উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীগণ জানায়, সেলু মিয়া গত ঈদের আগের দিন ফরিদ মিয়ার উপর ছুরি দিয়ে আহত করে ফেলে। ঐ বিচার কার্যক্ষম শেষ হয়নি।