জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

আবদুর রউফ আশরাফ, আকিকুর রহমান রুমন:  হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।

আজ (৭ই মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি স্বায়ত্বশাসিত এবং বে-সরকারি ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রতাকা উত্তোলন, সকাল ১০ ঘটিকায় স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ে ৭ই মার্চের ভাষন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কলেজ পর্যায়ে উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন শেষে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা মাহবুবুর রহমান খান, এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ।

এছাড়া প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, প্রধান শিক্ষক আনহার বিশ্বাস, সাধনা রাণী সুত্রধরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।

বাদ জোহর বিশেষ মোনাজাত ও প্রার্থনার মধ্যদিয়ে ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘটে।