জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে ঘুরতে গিয়ে মাঝি নিখোঁজ

হবিগঞ্জের বানিয়াচংয়ে পিকনিকের ভ্রমন পিপাসুদের হাওরে নিয়ে ঘুরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নৌকার মাঝি নিখোঁজ রয়েছেন।

ঘটনাটি ঘটেছে, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হলিমপুর হাওরের মধ্যে।

নিখোঁজ নৌকার মাঝি হলো ৬নং কাগাপাশা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের বাথাকান্দী গ্রামের মৃত সামছু মিয়ার পুত্র চান মিয়া(৩২)।

৫জুলাই (শুক্রবার) সন্ধ্যার পূর্ব মুহূর্তে নবীগঞ্জ উপজেলার কিছু পিকনিক এর ভ্রমন পিপাসুদের নিয়ে কাগাপাশা বাজার থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে হাওরের মধ্যে রওয়ানা দেন চান মিয়া।

এই বর্ষার পানিতে অনেক স্থানে ঘুরতে থাকেন ভ্রমণ পিপাসুগণ। বিভিন্ন হাওর ঘুরে হলিমপুর কাগাপাশা সড়কের পাশ দিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি নিয়ে যাওয়ার পথে একটি বিদ্যুৎতের তারের সাথে বাঁশ লগী জড়িয়ে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাঝি চান মিয়া পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

তখন নৌকায় থাকা লোকজন চান মিয়াকে খুঁজতে থাকেন কিন্তু তারা কোথাও না পেয়ে বিষয়টি চান মিয়ার এলাকাসহ হলিমপুর এলাকাবাসীকে অবগত করেন।

তারপর উভয় এলাকার লোকজন বড় হুসনা জাল দিয়ে ঐ ডোবাসহ আশপাশের অনেক জায়গায় খুঁজা খুঁজি করেন।

এভাবে কয়েক ঘন্টা খুঁজাখুঁজি করেও চান মিয়ার সন্ধান পাওয়া যায়নি বলে মুঠোফোনে রাত ৯টার দিকে এর সত্যতা নিশ্চিত করেন,নিখোঁজ
চান মিয়ার ইউপি সদস্য(মেম্বার)
সামায়ূন মিয়া।

এব্যাপারে ৬নং কাগাপাশা ইউনিয়ন চেয়ারম্যান এরশাদ আলীর সাথে রাত ১০টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বানিয়াচং সদরে আছি। কিন্তু এই ঘটনাটি শুনেছি।

আমার এলাকায় পিকনিকের লোকজন নিয়ে হাওরে ঘুরতে গিয়ে উল্লেখিত স্থানে বিদ্যুৎপৃষ্ট হয়ে নৌকার মাঝি চান মিয়া নিখোঁজ হয়।

নিখোঁজের ঘটনা শুনে এলাকাবাসী কয়েক ঘন্টা বের জাল দিয়ে তার সন্ধানে খুঁজ করেও সন্ধান পান নাই বলে আমি সর্বশেষ জানতে পেরেছি।
তাই এই নিখোঁজ এর বিষয়টি আমি ফায়ার সার্ভিসসহ ডুবুরি দলকে অবগত করেছি।

তারা আগামীকাল ৬ জুলাই (শনিবার)
সকালে আসবে বলে আমাকে জানিয়েছেন।

এব্যাপারে হবিগঞ্জ বানিয়াচং পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরী জেনারেল ম্যানাজার (ডিজিএম)
মোহাম্মদ আব্দুল্লা মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন একটি সংবাদ শুনেছেন তবে তার কাছে পুরো বিস্তারিত কোন তথ্য উপাত্ত নেই। তবে তিনি সংগ্রহ করে পরে জানিয়ে রাখবেন বলে জানিয়েছেন।