হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজলিসপুর গ্রামের মসজিদ এর মুতওল্লি আনোয়ার মিয়া ও বর্তমান মেম্বার মুনসুর মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুম্মার নামাজের সময় দু’পক্ষের মুসল্লীদের মসজিদের টাকার হিসাব নিয়ে কথা কাটি হয়।
এক পর্যায়ে জুম্মার নামাজের পর পর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র সহকারে একে অন্যর উপর চড়াও হয়। ঘন্টার উপরে চলে উভয় পক্ষের সংঘর্ষ।
খবর পেয়ে থানা পুলিশ,সেনাবাহিনী ও আশপাশের মুসল্লীগন সংঘর্ষ সামাল দেন।
মজলিশপুর গ্রামের মৃত আনফর উল্লার পুত্র শামীম মিয়া (৪২), একই গ্রামের হিরন মিয়ার পুত্র রাশেদ মিয়া (৩০), রফিক মিয়ার পুত্র এনামুল মিয়া (৩০), রশিদ মিয়ার পুত্র ডালিম মিয়া (২৫), রহমান উল্লার পুত্র সাজু মিয়া (৩৫), আব্দুল হামিদ (৫০), মগল উল্লার পুত্র জুবেদ মিয়া (৬৫), জুবেদ মিয়ার পুত্র মনছুর মিয়া (৩৫), লাল মিয়ার পুত্র জিয়ায়ুর মিয়া (৩৪), বাচ্চু মিয়া (৫০), শবেকদর মিয়ার পুত্র রাকাত মিয়া (১৮), আলী আমজদ মিয়ার পুত্র আকিবুর মিয়া (২০), লাল মিয়ার পুত্র আজাদ মিয়া (২২), জাহের আলীর পুত্র আছকির মিয়া (৩০)সহ অন্যান্য আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসী গুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাবাসীরা জানান দীর্ঘদিন যাবত মজলিশপুর গ্রামে নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে বিলোধ চলে আসছে। বারবার শালীস বৈঠকে মিমাংসা করা হলে ও কাজের কাজ কিছুই হচ্ছেনা।