হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাইদ্দ্যার বিল(দুই পথের মুখ) এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাটি ব্যাবস্থাপনা আইন অনুযায়ী ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মাটি ব্যাবসায়ী কয়েজ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১জুলাই) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো নাজমুল হাসান।
নূরুল ইসলাম মিয়া নামে একজন জানান, ওই মাটি ব্যাবসায়ী দীর্ঘদিন যাবত অবৈধভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন করায় আশপাশের বাড়ির মালিকগণ তাকে বাধা দিলেও তিনি কর্ণপাত করেননি।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো: নাজমুল হাসান জানান, ওই ব্যাবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করায় আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হয়েছে।
এরকমভাবে কোন ব্যাক্তি আইন অমান্য করলেই ব্যাবস্থা নেওয়া হবে।