জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে রাখালের আঘাতে প্রাণ গেলো এক শিশুর

হবিগঞ্জের বানিয়াচংয়ে গরু রাখালের লাঠির আঘাতে ৯ বছরের এক শিশুর নিহতহ ওয়ার ঘটনা ঘটেছে।

জানাযায়, ৫ জানুয়ারি
(রবিবার)বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুঙ্গিয়াজুড়ি জালালপুর হাওরে দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।

নিহত শিশু তরিকুল হাওরের কৃষি জমি থেকে টমেটো উত্তোলন করার জন্য শ্রমিকের কাজ করতে গিয়েছিলো।

নিহত শিশু তরিকুল মিয়া(৯) ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের নূর মিয়ার পুত্র।

সূত্রে জানা যায়, একই ইউনিয়ন এর তাতারী মহল্লার মৃত মিজান উল্বার পুত্র ইরফান আলী(৫০)
এই হাওরে গরু রাখালের কাজ করতেন।

তার লাঠির আঘাতে হত্যা করা হয়েছে বলে দাবি নিহত শিশু তরিকুল এর পিতা নূর মিয়ার।

ঘটনাটি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রাখাল ইরফান আলী গরুর দিকে লাঠি উড়িয়ে মারলে শিশু তরিকুলের উপর আঘাত আনলে মাটিতে লুটিয়ে পরে যায় বলে দাবি রাখালের।
এই লাঠির আঘাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় শিশু তরিকুল মিয়া (৯)।

এই খবরটি তরিকুলের পরিবারসহ আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে হাওরের দিকে ছুটে চলেন এলাকাবাসী।
এসময় শিশু তরিকুলের পিতা ঘটনাটি তার ইউপি সদস্য শাহেদ মিয়াকে ফোনে অবগত করেন।

তাৎক্ষণিক ইউপি সদস্য শাহেদ মিয়াও এলাকার লোকজনকে সাথে নিয়ে বড় বান্দের (আলীপুর)
ছুটে যান।
সেখান থেকে শিশু তরিকুলকে উদ্ধার করেন এবং উত্তেজিত জনতার হাত থেকে রাখাল নূর মিয়াকে বাঁচাতে হাওর থেকে তাদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এ ব্যাপারে   ইউপি সদস্য শাহেদ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি এসবের সত্যতা নিশ্চিত করে জানান,খবর শুনা মাত্র ঐ তিনি বিষয়টি থানা পুলিশকে অবগত করে হাওরে গিয়েছিলেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সিতে (ডিউটিরত)
কর্তব্যরত ডাক্তার তরিকুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানান শাহেদ মিয়া।

এসময় হাসপাতালে এক হট্টগুল শুরু হয় রাখালকে গণধোলাই দেওয়ার জন্য।
অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে তরিকুল এর লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করার জন্য থানায় নিয়ে যান এবং রাখালকে আটক করে তাদের সাথে নিয়ে যাওয়ার বিষয়টি সূত্র গুলো নিশ্চিত করেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)কবির হুসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি এসবের সত্যতা নিশ্চিত করে জানান,এই বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।