জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে 

বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর রবিবার সকাল ১১ টায় বানিয়াচং প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ পরিষদের এ সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি আব্দুল হক মামুন।

সাধারণ পরিষদের সভায় প্রেসক্লাবের সাংগঠনিক আলোচনা শেষে বর্তমান সাধারণ সম্পাদকের শারীরিক অসুস্থতার কারণে ক্লাবের কার্যক্রম গতিশীল করতে সাহিদুর রহমান কে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়।

সাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা ও প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন, উপদেষ্টা ও সাবেক সভাপতি মোশাররফ হোসেন,আতাউর রহমান, আনোয়ার হোসেন, ফজলে এলাহি , আক্তার হোসেন আল হাদি,আল আমিন খান, শেখ নুরুল ইসলাম, আলমগীর রেজা,এনায়েত হোসেন, বদরুল লস্কর,সাব্বির হোসেন সোহাগ,মোবাশ্বির চৌধুরী, দেলোয়ার হোসেন, শেখ সজীব হাসান।

শারিরীক অসুস্থতার কারণে অনলাইনে যুক্ত ছিলেন সভাপতি মোশাহেদ মিয়া ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান।