হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে শপথবাক্য পাঠ করানাে হয়।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহান এ শপথ বাক্য পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের উন্নয়নের জন্য আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে। বিশেষত হাওর অঞ্চলের জন্য সরকার যেসকল বরাদ্দ প্রদান করছে সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা। জনগণের প্রতিনিধি হিসেবে প্রত্যাশা পুরণ করা সকলের দ্বায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।