বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে হেলেনা আক্তার (৫০) নামের এক গৃহবধূ গলায় ফঁাস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মতুর্জ আলীর স্ত্রী।
গতকাল বুধবার বিকেলে স্বামীর বাড়ির গোয়ালঘরে হেলেনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন লাশ নামিয়ে ফেলে। পরে বানিয়াচং থানায় খবর দিলে পুলিশ লাশের সুরতহাল তৈরি করে রাত ৯টার দিকে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জানা যায়, ২০ বছর আগে রিচি গ্রামের সুরত আলীর কন্যা হেলেনাকে বিয়ে করে মুর্তুজ আলী। বিয়ের পর তাদের কোলজুড়ে ৩ সন্তান জন্মগ্রহণ করে। তবে হেলেনার পরিবারের দাবি স্বামীর বাড়ির লোকজন তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত কারণ জানা যাবে।