হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের উত্তর পাশ দিয়ে চলমান রত্না নদীর অনুমান আধা কিলোমিটার দুরে টেটোয়ার খালে হাওড়ের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত নামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধা সাড়ে ৫টার সময় বানিয়াচং থানা পুলিশ অজ্ঞাত এ লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন হাওড়ে কাজ করতে গেলে বিকাল ৩টায় তারা একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পান।
সাথে সাথে তারা বানিয়াচং থানা পুলিশকে খবর দেয়, খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাব নিহতের পরিচয় জানা যায়নি। লাশ পরিচয় সনাক্তকরণের জন্য প্রয়োজনীয় ও আইনগত কার্যক্রম চলমান আছে। তবে কোথাও কেউ নিখোঁজ থাকলে বানিয়াচং থানায় যোগাযোগ করতে অনুরোধ করেন।