দিলোয়ার হোসাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিলের বরাদ্দকৃত কম্বল অসহায়,দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
সরেজমিনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে শতাধিক অসহায় প্রকৃত হতদরিদ্র শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেছেন ইউএনও।
শুক্রবার(২১জানুয়ারী) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ছিলাপাঞ্জা,বুরুজপাড়া,নন্দীপাড়া এলাকায় কম্বল বিতরণ করা হয়।
ইউএনও পদ্মাসন সিংহ‘র সাথে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর রেজা,শাহ সুমন,এসকে রাজ,ফয়জুর রহমান রুবেল প্রমূখ।
বানিয়াচংয়ে বর্তমানে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় অসহায় নিম্ন আয়ের মানুষজন শীতে কষ্ট পাচ্ছেন।
উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়,কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
সাধারণ মানুষজন যাতে করে শীতে কষ্ট না পায় এ জন্য সামনের দিনগুলোতে আরও কম্বল বিতরণ করা হবে।