জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে কৃষক পর্যায়ে মাঠ দিবস পালিত

“মাননীয় প্রধানমন্ত্রী‘র নির্দেশ, প্রতি ইঞ্চি মাটির ব্যাবহার” এই শ্লোগানকে ধারন করে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষক পর্যায়ে মাঠ দিবস পালন করা হয়েছে।
ভাসমান বেডে সবজি ও মসলা গবেষনা, সম্প্রসারণ ও জনপ্রিয়করন প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে নন্দীপাড়া আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে ভাসমান বেডে সবজি চাষ করা হয়েছে।
আজ ২৩ ডিসেম্বর বুধবার ৫টায় এ উপলক্ষ্যে এক অনুষ্টানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ তমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামূল হক, সুপারভাইজার আবুল হাসেম, কৃষক আব্দুল করিম প্রমূখ।
কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এক ইঞ্চি মাটিও খালি রাখা যাবেনা।
প্রয়োজনে ভাসমান সবজি বেড বাড়াতে হবে। কৃষিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে পারলে এ দেশ সত্যিকারের সোনার বাংলায় পরিনত হবে।