দিলোয়ার হোসাইন: বানিয়াচংয়ে কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসিদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রায় দেড় শতাধিক পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী, সহ – সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল কদ্দুস কাসিমী ও মহসচিব শায়খুল হাদীস আল্লামা হাফিজ মঞ্জুরুল ইসলাম আফেন্দীর উপস্থিতিতে দিনভর বানিয়াচং উপজেলা সদরের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ঘুরে ঘুরে ওই সকল অসহায় পরিবারের লোকদের হাতে নগদ অর্থ পৌঁছে দেয়া হয়।
এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে আজমিরীগঞ্জ উপজেলায়ও প্রায় অর্ধশতাধিক বানভাসি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সভাপতি মাওলানা শায়খ মুখলিছুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা মসিউর রহমান, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান যকশ্বরী, আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলাউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মুফতী মুবাশ্বির আহমদ, মাওলানা আবুল কাসেম, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান আহমদ উসমানী, যুব জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি হাফিজ শহিদুল ইসলাম, হবিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক মাওলানা আবুল হাসান প্রমূখ।
নগদ অর্থ বিতরণকালে কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব আল্লামা হাফিজ মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলা বন্যার কারণে অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে। অনেক পরিবার বন্যা আশ্রয় কেন্দ্রসহ স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এই দূর্সময়ে অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্ট।
এসময় তিনি অসহায় বানভাসিদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।