বানিয়াচংয়ের ভূমিহীন ও গৃহহীনদের জন্য আর ও ঘর চেয়েছেন জনপ্রতিনিধিগন।
মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেনীর পরিবার পূনর্বাসনের জন্য বানিয়াচং উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় আরও বেশি ঘর চেয়েছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন।
এ উপলক্ষে ২৮ জুলাই দুপুর ১টায় এক ভার্চুয়ালি সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সংযোগে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বাংলাদেশের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় ও মহিমান্বিত করতে বর্তমান সরকার ভূমিহীন ও গৃহহীনদের কে ভূমি সহ ঘর তৈরি করে দিচ্ছে।
ইতিমধ্যে বানিয়াচং উপজেলায় ২ শতাধিকের উপরে ভূমিহীন ও গৃহহীনদেরকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘর নির্মাণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ থাকলেও বানিয়াচংয়ে খুবই সুন্দর স্থান ও মজবুত করে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
এর জন্য উপজেলা প্রশাষনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা পরিষদ চেয়ারম্যান,স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছিল লক্ষনীয়।
বর্তমান চাহিদার চেয়ে ঘর প্রাপ্তি কম হওয়ার কারনে আরও বেশি ঘর তৈরি করে দেওয়ার জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উপর জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তর থেকে আরও ঘর নির্মাণ করার জন্য দাবি জানিয়ে আসছেন।
ভার্চুয়ালি সভায় সংযোগে ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,ইউএইচও শামীমা আক্তার,মৎস্য কর্মকর্তা একরামুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল,খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান,সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদী,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,গিয়াস উদ্দিন আহমেদ,ওয়ারিশ উদ্দিন খান,মৌঃ হাবিবুর রহমান,রেখাছ মিয়া,লুৎফুর রহমান,এরশাদ আলী,আনোয়ার হোসেন,জয়কুমার দাশ,আব্দুল কুদ্দুছ শামীম,মোতাহের হোসেন,ফজলুর রহমান প্রমূখ।