নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জীপ (চান্দের গাড়ী) উল্টে ১৫ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার(২২ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে এ দূঘর্টনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলার বড় বাজার থেকে যাত্রীবাহী জীপ (চান্দের গাড়ী) হবিগঞ্জের উদ্দেশ্য রওনা দেয়। গাড়িটি সুনারু নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) দেবাশীষ দাস দূঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।