হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে চোরসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, ১২মার্চ শনিবার দিবাগত রাতে ওসি মোহাম্মদ এমরান হোসেন দিকনির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই সঞ্জয় সিকদার, এসআই সবুজ কুমার নাইডু, এসআই ওমর ফারুক সংগীয় ফোর্সেয় সহায়তায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার পলাতক আসামী ১। আমির হোসেন(৩৩) পিতা- সঞ্জব আলী, গ্রাম – সাগর দিঘি পশ্চিম পাড় । গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২। শ্রীকান্ত বৈষ্ণব (৪৮) পিতা- রতন বৈষ্ণব, গ্রাম- কচরা এবং ধর্তব্য অপরাধ রোধকল্পে আসামী ৩। রমজান মিয়া(২০) পিতা- মোঃ জহুর আলী, গ্রাম- আমানউল্লাহপুরকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।