জুয়েল রহমান: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর থেকে ৩ মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুর নাম মোহাম্মদ আলী।সে আবু ছালেহ মিয়ার পুত্র।
ঘটনাটি ঘটেছে (২৭ মে)বৃহস্পতিবার সকাল ৮টায়। উপজেলার ২ নম্বর ইউনিয়নের আদর্শ গ্রামে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,৮ সন্তানের জনক অতিদরিদ্র আবু ছালেহ মিয়া মানুষের বাড়িতে শ্রমিকের কাজ করেন।তার ৪ ছেলে ৪ মেয়ের মধ্যে সবার ছোট নিহত মোহাম্মদ আলীর বয়স মাত্র ৩ মাস।
ঘটনার সময় শিশুটির মা বাথরুমে ছিলেন।বাথরুম থেকে এসে ছেলেকে বিছানায় দেখতে না পেয়ে খোজাখোজি করেন।পরবর্তীতে বাড়ির পিছনের পুকুরে লাশ ভেসে উঠতে দেখে থানা পুলিশ কে খবর দেওয়া হয়।
নিহত শিশুটি ঠিকমত খাবার না পেয়ে রাতে কান্নাকাটি করতো বলে প্রতিবেশিরা জানিয়েছেন।
থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
শিশুটির পরিবার এ ব্যাপারে কাউকে সন্দেহ বা অভিযুক্ত করে কোন অভিযোগ প্রদান করেনি।
এ বিষয়ে বানিয়াচং থানা ইনচার্য মোহাম্মদ এমরান হোসাইন জানান, বিষয়টি তদন্তাধীন। তদন্তের আগেই এ বিষয়ে কিছু বলা যাচ্ছেনা।