হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ কয়েকজন আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দের নির্দেশনায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় ২টি ডাকাতি ও চুরি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাত আসামী বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর ছেলপ মন্তাজ মিয়া (২২) মাদক মামলার পলাতক আসামী তারাসই গ্রামের নেজামত মিয়ার ছেলে রাজন মিয়া (২৮) এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী নিম্বর আলীর ছেলে মোঃ কদর আলী, মানিক মিয়ার ছেলে হাবিবুর রহমান , আক্তার আলীর ছেলে সমছু মিয়াকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনব জানান, আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, দাঙ্গা প্রতিরোধে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।