জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াাচং থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ৬ পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দের দিকনির্দেশনায় ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে এবং এসআই মোহাম্মদ মহিন উদ্দিন, এসআই আবু মোকাসেদ পিপিএম, এএসআই তোহা, এএসআই জুলহাস উদ্দিন সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আগুয়া গ্রামের আবু ছোবহানের ছেলে আলী আকবর, পাগলশী গ্রামের মোঃ আবু ছোবহান, তৌহিদ মিয়ার ছেলে শাহ আলম, দক্ষিণ সাঙ্গরের আওয়াল মিয়ার ছেলে জহিরুল ইসলাম, আব্দুর রশিদের ছেলে আঃ আউয়াল।

এছাড়া নিয়মিত মামলার পলাতক আসামী ৬। নিয়ামতপুরের গুপেন্দ্র সরকারের ছেলে সুমন সরকার (১৯)কে গ্রেফতার করা হয়। আটককৃত সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।