জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই মাতালকে জরিমানা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই মাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার রাত ৮টায় নন্দী পাড়ার মখলিছ মিয়ার ছেলে মোশারফ হোসেন( ১৯) ও সাবাজ মিয়ার ছেলে এনামুল ইসলাম প্রকাশ্য গাঁজা সেবন করে পরিবেশ দূষন করে।

এ সময় পুলিশ টহলরত অবস্হায় গাঁজার দূর্গন্ধ টের পেয়ে এই দুই জনকে নেশাগ্রস্হ অবস্হায় আটক করে ভ্রাম্যমান আদালতে সৌপর্দ করলে বানিয়াচং উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইফফাত আরা জাহান উর্মি আটককৃত দুই মাতালের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং মাদকদ্রব্য আইনে জনপ্রতি ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।