জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বা‌নিয়াচং‌য়ে বিএনপির কাউন্সিল সম্পন্ন

দি‌লোয়ার হোসাইন: দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বা‌নিয়াচং উপজেলা বিএনপির কাউন্সিল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বা‌নিয়াচং উপ‌জেলা বিএন‌পির সা‌বেক আহ্বায়ক ম‌জিবুর রহমান মারুফ সভাপ‌তি ও জেলা ছাত্রদ‌লের সা‌বেক যুগ্ম আহ্বায়ক ন‌কিব ফজ‌লে রা‌কিব মাখন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১ এ‌প্রিল) বিকেলে বানিয়াচং উপ‌জেলার কামালখানীর নাজমুল হাসান একা‌ডেমী উচ্চ বিদ্যালয় মা‌ঠে অনুষ্ঠিত এই কাউন্সিলে উপজেলা ও ইউনিয়নের মোট ১০৬৫ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের পছন্দের প্রার্থীকে বিজয়ীকে করেন।

বা‌নিয়াচং উপ‌জেলা বিএনপির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কাউন্সিলে কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীব‌নের কাউ‌ন্সিল উ‌দ্বোধন এর মধ্য দি‌য়ে উপ‌জেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমা‌নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএন‌পির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ‌ জে ডেএম জা‌হিদ হো‌সেন।

উপ‌জেলা বিএনপির সাংগঠ‌নিক সম্পাদক খা‌লেদ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএন‌পির সহ সাংগঠ‌নিক সম্পাদক ক‌লিম উ‌দ্দিন মিলন, কেন্দ্রীয় বিএন‌পির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি‌কে গউস, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার শিপা, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া ,জেলা বিএন‌পির সভাপ‌তি আলহাজ্ব আবুল হা‌সিম প্রমুখ।

কাউন্সিলে সভাপতি প‌দে উপ‌জেলা বিএন‌পির সা‌বেক আহ্বায়ক ম‌জিবুর রহমান মারুফ ৫৫২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ ব‌শির আহমদ পেয়েছেন ৩৮০ ভোট।

সাধারণ সম্পাদক পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেন জেলা ছাত্রদ‌লের সা‌বেক যুগ্ম আহ্বায়ক ন‌কিব ফজ‌লে র‌কিব মাখন পেয়েছেন ২৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপ‌জেলা বিএন‌পির সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক এড‌ভোওকট আব্দুল কা‌দির পেয়েছেন ২১৯ ভোট।

কাউন্সিল শেষে উপস্থিত সবার সামনে ভোট গণনা করেন জেলা নেতারা। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান নির্বাচিতদের নাম ঘোষণা করেন। পরে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিজয়ী ও বিজিত সবাই একসঙ্গে কাজ করতে হবে। তাই বিজয়ীরা বিজোয়ল্লাসে মাতোয়ারা না হয়ে বিজিতদের কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।