হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ উদ্যোগে উপজেলার বড়ইউরি ইউনিয়নের কদুপুর বাজারে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভালোলেন্স বিরোধী বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।
আজ সোমবার ১৩ সেপ্টেম্বর বেলা ২টার সময় এ বিট পুলিশিং সভার অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সভায় স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা রাকিব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বড়ইউরি ইউ/পি আওয়ামীলীগের সভাপতি ফরিদ উদ্দিন, সহকারী বিট অফিসার এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ স্থানীয় ইউ/পি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় অফিসার ইনচার্জ সভায় বড়ইউরি ইউনিয়ন এলাকার আইন শৃঙ্খলার রক্ষার্থে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভালোলেন্স, দাঙ্গা, মাদক, জুয়া, ইভটেজিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন এবং জামিয়া মাদানিয়া ইসলামিয়া মিজবাউল উলুম মাদ্রাসার ছাত্রদের মাঝে ও স্থানীয় লোকজনদের মাঝে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মাস্ক বিতরণ করেন।