হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার ক্রাইম , কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভায়েলেন্স বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টার সময় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ, এসআই আবু মোকসেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
সভায় সুজাতপুর এলাকায় আইন শৃঙ্খলার রক্ষার্থে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভালোলেন্স, দাঙ্গা, মাদক, জুয়া, ইভটেজিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সকলের সহযোগীতা কামনা করেন ইনচার্জ আব্দুর রহিম।