বানিয়াচংয়ে বিদুৎস্পৃষ্টে নিহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
১৫ জুলাই বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী নিহত কিশোরের পিতা আব্দুল হান্নান মিয়ার নিকট নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস।
উল্লেখ্য যে, বানিয়াচংয়ে মায়ের লাশ গোসল করানোর প্রস্তুতিকালে মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে মাসুম(১৩) নামে এক কিশোরের মৃত্যু হয় গত ১২ জুলাই সন্ধ্যা ৭টায়।
ওই কিশোরের মা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
একই দিনে মা ও ছেলের এরকম মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে
বিষয়টির মানবিক দিক বিবেচনা করে উপজেলা পরিষদ ও সরকারি দপ্তরের লোকজন পরিবারটির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।