জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে বীজ-সার বিতরন

হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি আমন প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে।

উপজেলার ২ শতাধিক কৃষককে রোপা আমন ধানের বীজ জনপ্রতি ৫ কেজি ও ২০ কেজি করে ইউরিয়া সার প্রদান করা হয়েছে।

৩০ জুন বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, আহাদ মিয়া, ওয়ারিশ উদ্দিন খান, আব্দুল কদ্দুছ শামীম, ফজলুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া ও বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগন।