হবিগঞ্জের বানিয়াচংয়ে এলাকার মুসুল্লিদের কাছ থেকে একটি মোটরসাইকেল উপহার পেলেন মসজিদের ইমাম।
মোটরসাইকেলটি উপহার দেওয়া হয়েছে আমীরখানী মহল্লার আমীরখানী নতুন জামে মসজিদের ইমাম মাঃ মুখলিছুর রহমান কে।
৪ নভেম্বর শুক্রবার জুম্মার নামাযের পর সমবেত মুসুল্লিদের উপস্থিতি প্লাটিনা হান্ডেড সিসির নতুন মোটরসাইকেলের চাবিটি ইমামের হাতে তুলে দেওয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের আমীরখানী মহল্লার নতুন জামে মসজিদে বিগত ৮ বছর যাবত ইমামতি করছেন মাঃ মুখলিছুর রহমান।
তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী ১নং উত্তর পূর্ব ইউনিয়নের আখন মহল্লায়।
মসজিদ থেকে ইমাম সাহেবের বসতবাড়ি প্রায় ৪ কিলোমিটার দুরত্বে।
এতদূর থেকেও তিনি প্রতিদিন নিয়ম করে ৫ ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়াচ্ছেন।
এই বিষয়টি এলাকার যুবকরা দীর্ঘদিন যাবত পর্যবেক্ষণ করছিলেন। তাই তারা ৮/৯ জন যুবক উদ্যোগ নিয়ে এলাকার কিছু মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করেন।
উত্তোলন করা টাকায় মোটরসাইকেল ক্রয় করে ইমাম সাহেবকে হস্তান্তর করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, আমরা এলাকাবাসী ইমাম মাঃ মুখলিছুর রহমানের কাজে মুগ্ধ হয়েছি।
তার মধ্যে সকল প্রকার সৎগুন বিরাজমান।
তিনি অনেক দূর থেকে নিয়মিত এসে নামায পড়ান। মোটরসাইকেল পাওয়াতে এখন আরও অনেক সহজ হয়ে যাবে।
এ ব্যাপারে আমীরখানী নতুন জামে মসজিদের ইমাম মাঃ মুখলিছুর রহমান বলেন, এলাকাবাসী প্রকৃতপক্ষে একজন ইমাম সাহেবকে সম্মানিত করেছেন।
একজন ইমাম সাহেব সমাজকে পরিশুদ্ধ করতে কাজ করেন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি এলাকার মুসুল্লিদের ভালবাসায়।এক কথায় অভিভূত হয়েছি।