বানিয়াচং উপজেলায় ১৪’ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১’টায় বানিয়াচং উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে ১৪ ডিসেম্বর একটি কলঙ্কজনক অধ্যায়।১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার, আলবদর, আলশামসরা হত্যাযজ্ঞ চালিয়ে জাতির সূর্য সন্তানদের হত্যা করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ১৪ ডিসেম্বরে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ও তাদের রুহের আত্নার মাগফেরাত কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, ২নং ইউ/পি চেয়ারম্যান ওয়ারিস খান, ৩নং ইউ/পি চেয়ারম্যান হাবিবুর রহমান, ৪নং ইউ/পি চেয়ারম্যান রেখাছ মিয়া প্রমুখ।