হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা অতিথি পাখি বক শিকারীর কাছ থেকে পাখি উদ্ধার করে অবমুক্ত করেন।
গতকাল বুধবার (৪ নভেম্বর) সকালে প্রতিদিনের ন্যায় সাইক্লিং করতে বের হওয়ার সময়, হঠাৎ চোখে পড়ে শিকারী বক পাখি নিয়ে বিক্রয়ের জন্য বাজারে যাওয়ার সময় রাস্তায় বক পাখি হাতে শিকারীর দেখা মিলে।
এসময় উপস্থিত ইউএনও মাসুদ রানা পরিচয় গোপন করে শিকারী সাথে আলাপ করে তথ্য জানেন, ইউএনও পরিচয় পাওয়ার সাথে সাথে শিকারী বক পেলে রেখে পালিয়ে যায়।
এবং পরবর্তীতে উপজেলা মাঠে ২৫টি জব্দ করা বক পাখি গুলোকে একসাথে অবমুক্ত করেন ইউএনও মাসুদ রানা।
এব্যাপারে ইউএনও মাসুদ রানার সাথে আলাপ কালে তিনি জানান, অতিথি পাখি শিকারে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে একদল শিকারী। এই পাখি শিকার বন্ধ করতে প্রশাসনের এই উদ্যোগকে সহযোগিতা করতে সাধারণ জনগণের প্রতি আহবান জানিয়েছেন।