হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে সিএনজির অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংষর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল মিয়া মারাত্মক আহত হয়েছেন। তার বাড়ী বানিয়াচং যাত্রাপাশা গ্রামে।
আজ শুক্রবার ২০ আগস্ট দুপুর ১২টার দিকে রুবেল মিয়া হবিগঞ্জ আসার পথে সুনারু নামক স্থানে সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে রুবেল মিয়া গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি ধুমড়ে মুছড়ে যায়।
সূত্রে জানা যায়, আহত রুবেল মিয়া(২৮) মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন, তাছাড়াও শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।