জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১জন। এতে আহত হয়েছেন আরো ২জন। দুর্ঘটনার পর পর ফায়ার সার্ভিস এবং বানিয়াচং থানার একদল পুলিশ সদস্য স্থানীয় লোকদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ বানিয়াচং রোডের সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া বাজারের উত্তরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সুনারু গ্রামের মতিলাল দাস এবং স্ত্রী ও দুই মেয়েসহ দূর্ঘটনা গুরুতর আহত হন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও জনগনের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কাকন দাস (২১)কে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।