জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচঙ্গে টমটম উল্টে ৫ শিক্ষার্থী আহত

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গ সড়কে টমটম উল্টে ৫ স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার মক্রমপুর থেকে শহরতলী আলম বাজারে আসা একটি টমটম হিয়ালা নামকস্থানে পৌঁছলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টমটমে থাকা হিয়ালা হাই স্কুলে ৫ শিক্ষার্থী আহত হয়।

আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপালে ভতি করা হয়।

আহতদের মধ্যে রাশেদা আক্তার (১৪), জুলফা আক্তার (১৫) সামছুল নাহার (১৫) ইমন আহমদ (১২)।