বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি: বানিয়াচঙ্গে একটি ট্রাক সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে বৃদ্ধকে ধাক্কা দিলে প্রাণ হারায় লোকটি।
সোমবার বেলা ১টার দিকে হবিগঞ্জ-হিয়ালা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনায় ফিরোজ আলী (৯০) নিহত হন।
ট্রাকটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, মালবোঝাই ট্রাকটি হবিগঞ্জ থেকে ইকরাম যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ফিরোজ আলী আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী হবিগঞ্জ-হিয়ালা সড়ক এক ঘণ্টা অবরোধ করে চালকের শাস্তির দাবি করে।
পরে পুলিশ এসে চালককে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে।
এদিকে, সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।