বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র সানু মিয়ার সাথে আইন উল্লার পুত্র রমজান মিয়ার বিরোধ চলে আসছে।
এর জের ধরে গতকাল ওই সময় এক পক্ষ অপর পক্ষের বাড়িতে হামলা, ভাংচুর চালায়।
এতে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আকবর মিয়ার স্ত্রী লিল বানু (৬০), আইন উল্লার স্ত্রী রাবিয়া (৭০), সফর আলীর স্ত্রী আসমা (৩০) ও রমজান মিয়া (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ফের সংঘর্ষ হতে পারে।